ইঁদুরের উপদ্রবে দেশে বছরে ১ হাজার ৭২৫ কোটি টাকার ক্ষতি হয়। মানুষের খাবার ও ফসল নষ্ট করা ছাড়াও ইঁদুর ওয়াপদার বাঁধেরও ক্ষতি করে। পাইকগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার বক্তারা এমন তথ্য জানান।
উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। শেখ তোফায়েল আহমেদ তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা প্রমুখ।