ব্রাহ্মণবাড়িয়ার মাছ ধরতে গিয়ে খালে ডুবে সজীব বসাক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে পৌর এলাকার কাউতলীতে এ ঘটনা ঘটে।
সজীব পৌর এলাকার মধ্যপাড়ার বসাকপাড়া এলাকার প্রয়াত উষা রঞ্জন বসাকের ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সজীবের চাচাতো ভাই জনি বসাক জানান, কাউতলী সেতুর কাছে নৌকায় বসে কুরুলিয়া খালে মাছ ধরছিলেন তাঁরা। এ সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায় সজীব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সজীবকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।