রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৩২ জনের করোনা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের সাত জেলায় করোনা শনাক্ত হয় তাঁদের।
বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নাটোরে দুজন, জয়পুরহাটে ১৬ জন, বগুড়ায় ৬৩ জন, সিরাজগঞ্জে ৫১ জন ও পাবনায় ৭২ জন নতুন রোগী শনাক্ত হয়। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৪৫১ জন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই ২৪ ঘণ্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুই ব্যক্তি মারা গেছেন। দুজনেই ভুগছিলেন করোনার উপসর্গে। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন দুজন। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৬৮ জন।
আগের দিন শুক্রবার জেলার ৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২০ দশমিক ৬৯ শতাংশ।