গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশ নেওয়ায় সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে ৭ নভেম্বর তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় প্রার্থীর সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছিল।
গত সোমবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী বহিষ্কৃত সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হাফিজা বেগম কাকলী, আহসান আজিজার সরদার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সফিউল ইসলাম আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল, সাবেক কাউন্সিলর সাজু মিয়া প্রমুখ।
বহিষ্কৃতরা হলেন বামনডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, সোনারায় ইউনিয়ন আ.লীগের সহসভাপতি সৈয়দ বদিরুল আহসান সেলিম, বেলকা ইউনিয়ন আ.লীগের সদস্য জহুরুল হক সরদার, রামজীবন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হুদা, ধোপাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কুপন সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন আ.লীগের কুপন সদস্য দুর্লভ চন্দ্র মণ্ডল, কাপাসিয়া ইউনিয়ন আ.লীগের কুপন সদস্য মন্জু মিয়া।