হোম > ছাপা সংস্করণ

ভোগান্তি শেষেও মিলছে না ওএমএসের চাল

জয়পুরহাট প্রতিনিধি

‘সকাল ৯টায় এসেছি। আমার সামনে সারিতে দাঁড়ানো ৩০ থেকে ৪০ জন। আমার সিরিয়াল আসার আগেই বরাদ্দের চাল ও আটা বিক্রি শেষ। তাই চাল বা আটা না নিয়েই ফিরে যাচ্ছি।’ খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল-আটা না পেয়ে হতাশ মনে কথাগুলো বলছিলেন জয়পুরহাট শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা মহিদুল (৩৪)।

গতকাল বুধবার বেলা ২টার দিকে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।মহিদুলের মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিংবা বসে থেকেও চাল-আটা না পেয়ে হতাশ মনে ফিরে যান অনেকে।গতকাল জয়পুরহাট জেলা শহরে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কয়েকটি ওএমএস বিক্রয়কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

চাল-আটা কিনতে আসা ব্যক্তিরা বলছেন, বাজারে মোটা চালের কেজি ৫০ টাকা। তাই ৩০ টাকা কেজিতে ওএমএসের চাল কিনতে এসেছেন তাঁরা। সামান্য টাকা বাঁচাতে এই চাল কিনতে আসেন তাঁরা। জেলা সদরের পারুলিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৭০) বলেন, ওএমএসের চাল কিনতে পারুলিয়া থেকে তিনি এসেছেন ভোরে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন। এখন আর দাঁড়তে পারছেন না। তাই বসে আছেন। কখন চাল পাবেন নাকি পাবেন না, তা তিনি জানেন না।

শান্তিনগরের বাসিন্দা আনোয়ারা (৬২) বলেন, ফজরের নামাজের পরপরই এসেছেন তিনি। তখন থেকেই দেখছেন, মানুষ ব্যাগ নিয়েই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। বেলা ১১টাতেও সিরিয়াল পাননি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের রেখে এসেছেন। তারা এখনো অনাহারে আছে। চাল পেলে বাড়ি গিয়ে রান্না করে খাওয়াবেন তিনি।

জয়পুরহাট পৌরসভা রোডের ডিলার মাসুদ রানা পল্লব বলেন, বর্তমানে একজন ডিলার সর্বোচ্চ দেড় মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বরাদ্দ পান, যা চাহিদার তুলনায় অনেক কম। গতকাল বেলা আড়াইটার মধ্যেই তাঁর বরাদ্দ পাওয়া চাল ও আটা কিনেছেন ৪০০ জন। বাকিরা কিনতে পারেননি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেন বলেন, ওএমএসর চাল বিক্রয়ে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাঁদের ডিলারশিপ বাতিল করা হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ