বরিশালে মাটি খুঁড়তে গিয়ে একটি রিভলবার পাওয়া গেছে। গত রোববার বিকেলে সদর উপজেলার কাশিপুরের মগড়পারা গ্রামের খানবাড়ির পাশের ধানখেত থেকে রিভলবারটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, স্থানীয় সেন্টু হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম খানবাড়ির পাশে ধানখেতে চাষাবাদ করার জন্য মাটি খুঁড়তে থাকেন। এ সময় সেখানে থাকা আকাশমণি গাছের শিকড়ের পাশ থেকে পলিথিনে প্যাঁচানো অবস্থায় একটি রিভলবার দেখতে পান। পরে এয়ারপোর্ট থানা-পুলিশকে খবর দিলে তারা এসে রিভলবারটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, পরিত্যক্ত অবস্থায় পুরোনো, অকেজো একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।