পঞ্চম ধাপে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস। বর্তমান চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সুলতান ও মনিরুজ্জামান মনির এবং হুরমুজ আলী।
এ ছাড়া একই ইউপির ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।