দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
গত সোমবার বিকেলে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকায় জিন্জিরাম নদী থেকে বালু উত্তোলনের সময় এগুলো পুড়িয়ে দেওয়া হয়। দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত অভিযানে নেতৃত্ব দেন। দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে সহায়তা করে। এ সময় তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত বিপুলসংখ্যক পাইপ ধ্বংস করা হয়।