হোম > ছাপা সংস্করণ

রাজবাড়ীর ১৪ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৬২

রাজবাড়ী প্রতিনিধি

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন। সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র জমা দেন।

সর্বাধিক আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ ওহাবপুর ইউনিয়নে। সাবেক চেয়ারম্যান এএকএম শফিউদ্দিন কাশেম, বর্তমান চেয়ারম্যান মো. তোরাপ আলী, মো. সজিব ফকির, মো. আবু জাফর, মো. নাজমুল হাসান, নাজমা বেগম, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূঁইয়া ও মো. শাহিন খান।

আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তাঁরা হলেন আবু বক্কার সিদ্দিক, মো. আব্দুল হক, মুহাম্মদ বজলুর রশিদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান শওকত হাসান। মিজানপুরে বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান, কবির উদ্দিন সিকদার ও টুকু মিজি।

খানখানাপুরে জমা দিয়েছেন হোসেন মোহাম্মদ সোহান, মো. আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, আতিক আল আলম ও নৌকা প্রার্থী মো. আমির আলী মোল্লা। মূলঘরে জমা দিয়েছেন এসএ হিরু, মো. আকতার হোসেন হিরু, বর্তমান চেয়ারম্যান মো. আ. মান্নান মুসুল্লী ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রার্থী ওহিদুজ্জামান। এ ছাড়া পাঁচুরিয়ায় আলাল খান, সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর; বরাটে কাজী শামসুদ্দিন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান সালাম ও নৌকা প্রার্থী মো. ফরিদ হোসেন। দাদশীতে মো. দেলোয়ার হোসেন শেখ, বর্তমান চেয়ারম্যান মো. লোকমান হোসেন, মো. নুরুন্নবী শেখ, মো. লুৎফর রহমান বাচ্চু ও মো. রমজান আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। বসন্তপুরে মুহাম্মদ হাসান কাজল, বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, মো. আব্দুল আলিম সিকদার, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন সিকদার, মো. আব্দুল মান্নান মিয়া ও কাজী মাইনুল হক।

সুলতানপুরে সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন মোল্লা, মো. খালিদ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুর ছেলে মো. আসিকুর রহমান সচিব, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিয়া, মো. লুৎফর রহমান চুন্নু ও মেহেদী জুনায়েদ বোগদাদ।

খানগঞ্জে বর্তমান চেয়ারম্যান মো. আতাহার হোসেন তকদির, মো. আনোয়ার হোসেন, খোন্দকার আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া, মোহাম্মদ শরিফুল ইসলাম। রামকান্তপুরে মিনা বেগম, রাজিব মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ও বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাসেম বিশ্বাস। এ ছাড়া চন্দনী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ শাহাদ্ৎ হোসেন মন্ডল ও মো. আব্দুর রব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ