হোম > ছাপা সংস্করণ

মহাসড়ক ঘেঁষে বাঁশের হাট

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের পাশে বাঁশের হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে সড়কের পাশে যত্রতত্র বাঁশ কেনা বেচা হচ্ছে।

অনেক সময় সড়কের ওপর দিয়ে বাঁশ টানা হিঁচড়া করা হয়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। যে কেন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে বাঁশ টানাটানি করছে। প্রতি সপ্তাহের রোববার ও সোমবার এখানে হাট বসলেও বাঁশের হাট থাকে প্রতিদিন।

পাশের বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বাঁশের হাট বসায় তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করছে।

এই সড়কের অটো চালক শহিদুল ইসলাম বলেন, সড়কের ওপর দিয়ে যে ভাবে বাঁশ টানাটানি করে এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অটো বাইক চালাচ্ছি।

ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, বিশ্বরোড দিয়ে দুর পাল্লার গাড়ি দ্রুত গতিতে চলে। পাশে বাঁশের হাট বসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পার্শ্ববর্তী বাবুর কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই অভিযোগ করে বলেন, মহাসড়কের পাশ দিয়ে আমরা স্কুলে আসা যাওয়া করি। সড়কের পাশে বাঁশের হাট বসায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কের পাশ দিয়ে বিদ্যালয় আসা যাওয়া করতে হয়।

ঝাটুরদিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, ‘বাজারের জায়গা সংকট থাকায় সড়কের পাশে বাঁশ কেনা বেচা হচ্ছে। দ্রুত সরিয়ে ফেলা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ‘মহাসড়কের পাশে বাঁশের হাট বসে অভিযোগ পেয়েছি। বাজারের পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত মহাসড়ক পরিষ্কার করার জন্য। এরপর ও কেউ সড়কের পাশে বাজার বসালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ