হোম > ছাপা সংস্করণ

ব্যয়বহুল হোটেল কক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সঠিক দামে যেমন দুর্মূল্য হীরা-জহরত পাওয়া যায়, তেমনি পাওয়া যায় আরাম-আয়েশ। আরামপ্রিয়, বিলাসী আর শৌখিন ধনী মানুষের জন্য পৃথিবীতে আছে বহু দামি পেন্ট হাউস। পেন্ট হাউস হলো কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, কন্ডোনিয়াম, হোটেল বা টাওয়ারের একেবারে টপ ফ্লোর। এগুলোর ভাড়া সাধারণত হোটেলের চেয়ে বেশি হয়।

৫২ তলায় ৫২ লাখ
বলা হচ্ছে আমেরিকার টাই ওয়ার্নার পেন্ট হাউসের কথা। এটি ফোর সিজনস নেটওয়ার্কের পেন্ট হাউস। পেন্ট হাউসটি যে বিল্ডিংয়ে, সেটি ১৯৮৯ সালে তৈরি হয়। সময় লাগে সাত বছর, খরচ হয় ৫০ মিলিয়ন ডলার। ৫২ তলায় অবস্থিত এই পেন্ট হাউস থেকে পুরো নিউইয়র্ক শহর দেখা যায়। এক বেডরুমের পেন্ট হাউসটিতে আলাদাভাবে রয়েছে বসার জায়গা। সেখানে বসে পিয়ানো বাজানো বা বই পড়ার সুবিধা আছে। চাইলে ম্যাসাজও করিয়ে নিতে পারবেন। হোটেল ছেড়ে বের হলে আপনাকে রোলস রয়েসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এ পেন্ট হাউসে এক রাত কাটানোর জন্য খরচ করতে হয় ৬০ হাজার ডলার বা প্রায় ৫২ লাখ টাকা।

দ্য মার্ক পেন্ট হাউস
মার্ক পেন্ট হাউসে এক রাত থাকার খরচ ৭৫ হাজার ডলার বা প্রায় ৬৫ লাখ টাকা। আমেরিকার নিউইয়র্ক শহরে প্রায় ১০ হাজার বর্গফুটের পেন্ট হাউসটি দুটি ফ্লোরজুড়ে বানানো। ছাদ ২৬ ফুট উঁচু। বেডরুম, ৬টি বাথরুম, ৪টি ফায়ার প্লেস ও বড় লিভিং রুম আছে এ পেন্ট হাউসে। ছাদে উঠলে দেখা যাবে নিউইয়র্ক সেন্ট্রাল পার্কের প্যানোরমিক দৃশ্য।

দ্য রয়্যাল পেন্ট হাউস
আপনি যদি সুইজারল্যান্ডের জেনেভায় যান, তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলসনের নামে একটি হোটেল পাবেন। সে হোটেলের ৮ তলার পেন্ট হাউসটির নাম দ্য রয়্যাল পেন্ট হাউস। তার এক রাতের ভাড়া ৮০ হাজার ডলার বা প্রায় ৬৯ লাখ টাকা। এখানে সিনেমা দেখা, পিয়ানো বাজানো ও বিলিয়ার্ড খেলার ব্যবস্থা আছে। হট বাথটাবে গোসল করতে করতে দেখা যাবে মঁ ব্লঁ পাহাড় ও জেনেভা লেক। ১২টি রুম, ১২টি বাথরুমের এই পেন্ট হাউসের গ্লাসগুলো বুলেটপ্রুফ। সার্বক্ষণিক সেবায় থাকবে একজন ব্যক্তিগত সহকারী, শেফ ও বাটলার।

এম্প্যাথি স্যুট দ্য পামস
আমেরিকার লাসভেগাস শহর মানেই বিলাস আর আমোদপ্রমোদের অফুরান সম্ভার। লাসভেগাসের হোটেলটির এক রাতের ভাড়া ১ লাখ ডলার বা প্রায় ৮৬ লাখ টাকা। এই পরিমাণ অর্থ খরচের সামর্থ্য থাকলে আপনি পাবেন দুটি মাস্টার বেডরুম, ম্যাসাজ টেবিল। ৯ হাজার বর্গফুটের বিশাল এই স্যুট নানা রকমের চিত্রকর্ম দিয়ে সাজানো। এতে আরও আছে জাকুজি বা হট বাথটাব। কাচের জানালা দিয়ে লাসভেগাসের চোখধাঁধানো আলোও দেখতে পাবেন স্যুটে বসেই।

লাভার’স ডিপ লাক্সারি সাবমেরিন হোটেল
এক রাতের জন্য যদি সমুদ্রতলে থাকার সুযোগ পান, তবে কী না করবেন? সাবমেরিনের ভেতর বসে কাচের জানালায় চোখ রাখলেই দেখতে পাবেন সমুদ্রতলের বাসিন্দাদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপদেশ সেন্ট লুসিয়ায় পাবেন এই পাঁচ তারকা হোটেল। সেখানে থাকবে ব্যক্তিগত শেফ ও ক্যাপ্টেন। যে লোকেশনে যেতে বলবেন, ক্যাপ্টেন আপনাকে সেখানে নিয়ে যাবে। আয়েশ করে সামুদ্রিক প্রাণী দেখার বিলাসিতা করতে চাইলে এক রাতের জন্য খরচ করতে হবে দেড় লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা।

সূত্র: ট্র্যাভেল টপলিস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ