শিবচর উপজেলার অস্ত্র ও গুলিসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৩টার দিকে পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাঁচ্চর এলাকার তাইজুল মোল্লা (২৯), মো. খলিল (২৬), এনামুল (২৫) ও ইয়াছিন শেখ (২৫)।
জানা গেছে, রোববার গভীর রাতে পাঁচ্চর এলাকায় অপরাধ সংঘটনের জন্য কিছু যুবক অবস্থান করছে এমন সংবাদ পেয়ে শিবচর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তল ও গুলি পাওয়া যায়।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘গভীর রাতে ওই যুবকদের অস্ত্র ও গুলিসহ তাঁদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে।’