হোম > ছাপা সংস্করণ

৪৮ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসে অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নীলক্ষেতে কর্মসূচি পালন শেষে এ আলটিমেটাম দেন তাঁরা।

এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেছেন, ছাত্রদের জন্য বাসে অর্ধেক ভাড়া বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর হয়েছে। তবে কিছু কিছু জায়গায় অল্পসংখ্যক বাসে এখনো অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ পাচ্ছেন।

আবহাওয়া ভালো না থাকায় এবং নিয়মিত সংসদ অধিবেশন না হওয়ায় নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে জাতীয় সংসদে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ ঘোষণা দেয়।

সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘প্রথমে হাফ পাসের দাবিতে ২১ নভেম্বর থেকে আন্দোলন করে আসছি। কিন্তু আমরা দেখলাম, সড়কে চলছে মৃত্যুর মিছিল। তাই নিরাপদ সড়কের দাবি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণেই আমরা একসঙ্গে নিরাপদ সড়ক ও সারা দেশে শর্তহীনভাবে হাফ পাসের দাবি করছি। এ জন্য আমরা ৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত সরকারকে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিলাম। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে সেই দিন আমরা স্মারকলিপি নিয়ে গণভবনে যাব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

মাঠে থাকবে মালিক সমিতি

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, ভাড়ার চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য পরিবহন মালিক-শ্রমিকের সমন্বয়ে গঠিত ৯টি ভিজিল্যান্স টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। ছাত্রদের অর্ধেক ভাড়া পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ