হোম > ছাপা সংস্করণ

সাংবাদিক পিটিয়ে সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খানের ওপর হামলার মামলায় খোরশেদুল আলম মাসুদ নামে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ টাঙ্গাইল জেলার ঘাটাইলের খাদ্যগুদামের পরিদর্শক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।

গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মগবাজারের পেয়ারাবাগ এলাকায় সাংবাদিক এমদাদের ভাড়া বাসায় ঢুকে তাঁকে মারধর করেন মাসুদ ও তাঁর সহযোগীরা। এ সময় বাসার নিচে রাখা এমদাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই হাতিরঝিল থানায় মামলা করেন এমদাদ। মামলায় জোর করে বাসায় ঢুকে হামলা, চুরি, ভাঙচুর ও এমদারের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, এমদাদের ভাড়া বাসার মালিক মাসুদের স্ত্রী। সম্প্রতি লিখিত চুক্তি করে ওই বাসা ভাড়া নেন এমদাদ। বুধবার রাতে অজ্ঞাত কয়েকজনকে নিয়ে ওই বাসায় গিয়ে কলবেল বাজান মাসুদ। এমদাদের স্ত্রী দরজা খুলে দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে সঙ্গীদের নিয়ে বাসায় ঢোকেন মাসুদ। তারপর এমদাদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন। স্বামীকে বাঁচাতে গেলে এমদাদের স্ত্রীকেও মারধর করা হয়।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাই তাঁকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি নজরদারিতে ছিলেন। আজ (শনিবার) তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ