হোম > ছাপা সংস্করণ

বিএনপি নীল নকশা করছে: চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। গত শনিবার দুপুরে শিবচরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তি প্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের যেমন দায়িত্ব আছে, তেমনই রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয়, তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা (ব্যবস্থা) নষ্ট করতে চাচ্ছে। এই জন্যই তাঁরা বারবার নির্বাচন বয়কট করছে।’ তিনি বলেন, ‘আমরা একবার কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম। বিএনপির কারণেই কেয়ারটেকার ব্যবস্থা সমালোচিত হয়েছিল।’

নূর-ই আলম চৌধুরী বলেন, ‘আমাদের শিবচরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকে অংশগ্রহণ করার কারণেই ভোটারদের অংশগ্রহণ যেমন ছিল, তেমনই সকলে সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা করেছে। আমার কাছে যেটা মনে হয়, বিএনপির নীল নকশা আছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই আলোকেই তাঁরা একটা নীল নকশা করেছে। সেই আলোকেই তাঁরা চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ করা যায়। আগামী নির্বাচনে তাঁরা ষড়যন্ত্রের নতুন কোনো পথ খুঁজছে।’

এ দিন চিফ হুইপ নূর-ই আলম শিবচর উপজেলার কাদিরপুর আমেনিয়া আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিনটি প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ