হোম > ছাপা সংস্করণ

আলু নিয়ে আশায় কৃষক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন আগাম আলুচাষিরা। চলতি বছরে উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। নতুন করে কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে এ বছর আলুর বাম্পার ফলন হবে – এমনটাই আশা কৃষকের।

সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা কেউ আগাছা পরিষ্কার, কেউবা সার প্রয়োগ, সেচ, ছত্রাক, রোগবালাইয়ের হাত থেকে ফসল বাঁচাতে কীটনাশক স্প্রেসহ টপ ড্রেসিং (আলু গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও সরিয়ে দেওয়ার কাজ) করছেন।

কৃষকেরা জানান, গত বছরের সফলতার ধারাবাহিকতায় এবার আগাম বাজার ধরার আশায় আশ্বিন মাসে প্রথম সপ্তাহ থেকে আলু রোপণে মাঠে কোমর বেঁধে নেমেছেন তাঁরা। কিন্তু আশ্বিনা বৃষ্টিপাত সে স্বপ্ন ভঙ্গ করে দেয়। পরে দ্বিতীয়-তৃতীয় দফায় আলু রোপণ করার পর শীত কম পড়ায় এবং কুয়াশা না থাকায় আলুর ভালো ফলন লক্ষ করা যাচ্ছে। এতে কৃষকের মুখে ফুটেছে হাসি। তবে বাজারদর ঠিক থাকলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।

উপজেলার নিতাই গাংবের আলুচাষি আশেক উদ-দৌলা, পুটিমারী কালিকাপুরের আতিকুল, দুরাকুটি পশ্চিমপাড়ার শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ সদর যদুমণী গ্রামের কৃষক মোস্তফা বলেন, এ বছর আগাম আলু চাষ করতে গিয়ে বিড়ম্বনার পড়তে হয়েছে। বৃষ্টিতে আলু পচে যাওয়ায় দ্বিতীয়বার জমিতে আলু রোপণ করতে ধকলসহ খরচও হয়েছে দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ব্যয় হয়েছে ২৫-৩০ হাজার টাকা। তাঁরা কেউবা ১০ থেকে ২৫ বিঘা করে জমির আলু পরিচর্যা করছেন। বাম্পার ফলন ও সঠিক বাজারমূল্য না পেলে লোকসানের মুখে পড়বেন বলে জানান তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৈরী আবহাওয়ায় আগাম আলুতে কিছুটা ক্ষতি হলেও পুনরায় আলু রোপণ করে বাম্পার ফলন ও সঠিক বাজারমূল্য পেয়ে লাভবান হবেন কৃষক। আর কৃষি বিভাগ থেকে কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ