হোম > ছাপা সংস্করণ

মার্কেটের নির্মাণকাজ বন্ধের দাবি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর সুপার মার্কেটে নির্মাণ করছে উপজেলা প্রশাসন। আদালতে বিষয়টি নিষ্পত্তির না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী হাসনা বেওয়া ও তাঁর পরিবারের সদস্যরা।

গত শনিবার পৌরসভার হাজরাবাড়ী বাজারে এ নিয়ে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন-হাজরাবাড়ী পৌর এলাকার আদিয়ারপাড়া গ্রামের মৃত শামছুল হক আকন্দের স্ত্রী হাসনা বেওয়া, তার ছেলে মো. একরামুল হক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও স্থানীয় ব্যবসায়ী সুলতান মাহমুদসহ অনেকে।

ভুক্তভোগী একরামুল হক আকন্দ অভিযোগ করেন, জমি নিয়ে তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেছেন।

গত ২৮ নভেম্বর ওই রিট পিটিশনের শুনানি হয়। ৬ ডিসেম্বর এক আদেশে উচ্চ আদালত বিরোধপূর্ণ জমিতে আগামী ছয় মাস পর্যন্ত স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ওই জমিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলেও কে বা কারা রাতের অন্ধকারে সেই সাইনবোর্ডও তুলে নিয়ে গেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পৌর সুপার মার্কেট নির্মাণকাজ বন্ধ করেনি উপজেলা প্রশাসন। বিষয়টি উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জমিতে পৌর সুপার মার্কেট নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তারা।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, ওই জমির মালিকানার দাবিদাররা জেলা জজ আদালতে দুটি মামলা করেন। একটি মামলা চলমান আছে। অন্যটিতে সরকারের পক্ষে রায় হয়েছে। মামলায় হেরে তারা উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন শুনেছি। উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির কথা লোকমুখে শুনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ