হোম > ছাপা সংস্করণ

‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মুজিব বর্ষ উপলক্ষে স্থানীয় কৃষকদের মধ্যে বীজ ও সার দেওয়া হয়েছে। জার্মপ্লাজম সেন্টারের আয়োজনে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষিতত্ত্ব বিভাগের কৃষির ওপর গবেষণালব্ধ ফলাফল প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় স্থানীয় প্রায় ১০০ জন কৃষকের মাঝে বীজ ও জৈবসার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘বাংলাদেশকে শুধুমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই চলবে না। এর সঙ্গে সকলকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। শিশুদের মেধাবিকাশে পুষ্টিকর খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। বাড়ির চারপাশসহ সব অনাবাদি জমিতে ফলমূল, শাক-সবজি চাষ করে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে পবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মুরাদুল বশির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্মপ্লাজম সেন্টারের প্রধান গবেষক প্রফেসর ড. মাহবুব রব্বানী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ