কুমিল্লা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল এলাকায় গাঁজা সেবন করায় এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এই অভিযান চালায়।
অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানার নেতৃত্বে অভিযান হয়।
এ সময় হরিমঙ্গল কাশেম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে মো. জাহাঙ্গীর আলমকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুরাদ হোসেন অভিযানে সহযোগিতা করেন।