হোম > ছাপা সংস্করণ

বালুর গাড়িতে গাছ নষ্ট বাধা দেওয়ায় হামলা

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে গুচ্ছ গ্রামের এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের প্রায় ৫ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার কাশিমপুর গুচ্ছ গ্রামে ইয়াসমিন বেগম তাঁর পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ইয়াসমিন বেগম তাঁর বসতঘরের সামনে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে। কিন্তু রোপণ করা গাছ নষ্ট করেন বালুর গাড়ি নিয়ে যান একই এলাকার শাহাদাত সরদার নামের এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর লোকজন। এতে বাধা দেন অসহায় ইয়াসমিন। এ কারণে ক্ষিপ্ত হয়ে শাহাদাত সরদার ও তাঁর লোকজন নিয়ে ইয়ামিনের ওপর হামলা চালান। এ সময় এগিয়ে এলে তাঁর পরিবারের লোকজনের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হন ইয়াসমিন, তাঁর ছেলে রাসেল, স্বামী সুমনসহ ৫ জন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এই হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘হামলাকারীরা এলাকায় মাদক বিক্রি করেন। তাঁরা মাদকসহ আটকও হয়েছিলেন। তাঁদের বাধা দিলে আমাদের ওপর তাঁরা হামলা চালিয়েছেন। তাই আমি তাঁদের নামে থানায় অভিযোগ দিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে শাহাদাত সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তিনি ঘটনার পর থেকে এলাকা ছাড়া বলে জানা গেছে।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ