গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘বার্বি’। অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্স মহাখালী এসকেএস শাখায় আয়োজন করা হয় সিনেমাটির প্রিমিয়ার শো। অনুষ্ঠানে অংশ নেন ‘বার্বি’র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া। এর আগে হলিউড, বলিউডসহ বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের দেখা গেছে বার্বির মতো গোলাপি পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতে। এবার সে ট্রেন্ডে গা ভাসালেন দেশের শিল্পীরাও। নৃত্যশিল্পী-মডেল হৃদি শেখ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাহতাজ, গায়িকা জেফার রহমানসহ বাংলাদেশের অনেক তারকা ও কনটেন্ট ক্রিয়েটর সিনেমাটি দেখতে এসেছিলেন বার্বি সেজে। প্রিমিয়ার অনুষ্ঠানে বার্বি নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন তারকারা।