হোম > ছাপা সংস্করণ

হোতাদের গ্রেপ্তার করার দাবি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে নেপথ্যে থাকা অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার এলাকাবাসীর আয়োজনে নগরীর সুজানগরের চৌমুহনীতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ওয়ার্ড যুবলীগ নেতা ও মামলার বাদী নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রোমন বলেন, ‘শুধু এজাহারভুক্ত আসামি নয়, কার ইশারায় এ নৃশংস হত্যা হয়েছে, কারা অর্থ জোগান দিয়েছে, কারা এ হত্যার মাস্টার প্লানিংয়ের সঙ্গে সম্পৃক্ত তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।’

যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘কাউন্সিলর সোহেল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরবর্তী কেউ যেন এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের স্বীকার না হন।’

মানববন্ধনে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হরিপদকে হত্যার প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়। এজাহারভুক্ত যে সব আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাঁদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে ইমাম সমিতি, ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এদিকে এই হত্যার প্রতিবাদে মৌন প্রতিবাদ ও সমাবেশ করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। গতকাল সন্ধ্যায় নগরীর তেলিকোনায় সাহাপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন ও মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, ‘জনপ্রিয়তার শীর্ষে থাকা সোহেল হত্যাকারীদের মূল হোতাদের খুঁজে বের করতে হবে। নয়তো মূল নায়কেরা ঘটনার বাইরে থেকে যাবে।’

কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ