পানিতে ভেসে থাকা পাখির পালকের আদলে চীনে বানানো হচ্ছে একটি বিমানবন্দরের টার্মিনাল। দেশটির জিলিন প্রদেশের চ্যাংচুন শহরে নির্মাণকাজ শুরু হতে যাওয়া টার্মিনালটির ডিজাইন গত মঙ্গলবার উন্মোচন করা হয়। চীনের প্রখ্যাত স্থপতি মা ইয়ানসং ডিজাইনটি করেছেন।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, মঙ্গলবারই আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মা ইয়ানসংয়ের প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক এমএডি আর্কিটেক্ট। লংজিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে কাজ করার জন্য তকমা জিতেছে প্রতিষ্ঠানটি। এবার বানানো হচ্ছে এর টার্মিনাল। ২ লাখ ৭০ হাজার বর্গমিটার জায়গা নিয়ে নির্মাণ করা হবে এটি।
নতুন ভবনটি বিমানবন্দরের দুটি টার্মিনালকে যুক্ত করবে বলে জানা গেছে। কাজ শেষ হলে এখানে একসঙ্গে ২ কোটি ২০ লাখ যাত্রী অবস্থান নিতে পারবে। ভেতরে থাকবে বাগান, গাছের সারি। তবে কবে নাগাদ কাজ শেষ হবে তা জানানো হয়নি।