ত্বক ভালো রাখতে খুব ভালো মানের মেকআপ কিট কেনাই বুদ্ধিমানের কাজ। তবে ভালো মানের মেকআপ কিট কিনে দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে।
নিজের মেকআপ কিট অন্য কারও সঙ্গে ভাগাভাগি করবেন না। মেকআপের পণ্যগুলো অন্যের মুখে থাকা ব্যাকটেরিয়া শুষে নেয়। এতে গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি অ্যালার্জিজনিত কারণে ত্বকের ক্ষতি হতে পারে।
নতুন মেকআপ কেনার সময় মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন। বেশি দিন মেয়াদ না থাকলে মেকআপ কেনা থেকে বিরত থাকুন। মেয়াদোত্তীর্ণ মেকআপ ত্বকের জন্য খারাপ।
শুধু মেকআপ কিট নয়, মেকআপ ব্রাশের প্রতিও দিতে হবে আলাদা নজর। দুবার ব্যবহারের পর ফাউন্ডেশন ও কনসিলার ব্রাশগুলো সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। আই শ্যাডো ও আইলাইনার ব্রাশ মাসে দুইবার ধোয়াই যথেষ্ট।
মেকআপ পণ্য আলো ও স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে রাখাই ভালো।
স্কিন কেয়ারের পণ্য দুই ধরনের হয়ে থাকে। পানিভিত্তিক নয়তো তেলভিত্তিক। পানিভিত্তিক পণ্যগুলোয় ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি ঘটে। ফলে যত্নও বেশি লাগে। তাই তেলভিত্তিক পণ্য কেনাই ভালো।