জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট রুটে চলাচলের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় একটি স্পিডবোট চালু করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ স্পিডবোট সার্ভিসের যাত্রা শুরু হয়। স্পিডবোট সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি।
জানা গেছে, স্পিডবোটটি প্রতিদিন বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট রুটে চলাচল করবে। স্পিডবোটটি চালু হওয়ায় এ পথের যাত্রীরা অনেক খুশি। তাঁরা সহজেই যাতায়াত করতে পারবেন।