যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার মাগুরা এবং নড়াইলে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।
মাগুরা: মাগুরায় সকালে শহরের নোমানী মায়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল থেকেই জেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের ডালা নিয়ে শহীদ বেদিতে উপস্থিত হয়। প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
এ ছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।
শ্রীপুর (মাগুরা): দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা-উল-জান্নাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মো. হুমাউনুর রসিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, অধিনায়ক আকবর হোসেন মিয়া ফাউন্ডেশনের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, সারথি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ আরও অনেকে।
সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হয়। বিকেলে শ্রীপুর শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫০ বছর পূর্তি উদ্যাপন ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় প্রথম উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
লোহাগড়া : নড়াইলের মহান বিজয় দিবস উপলক্ষে গত বুধবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করে লোহাগড়া উপজেলা প্রশাসন। শহীদদের স্মরণে বিশেষ দোয়া কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।