হোম > ছাপা সংস্করণ

ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লবলঙ্গ খালে ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল শনিবার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে এ বেড়া দেওয়া হয়। এতে করে পৌরসভার ময়লা বর্জ্য ফেলা কিছুটা হলেও কমে যাবে ধারণা সংশ্লিষ্টদের।

পৌরসভার বাসিন্দা, কলামিস্ট সাঈদ চৌধুরী বলেন, ‘লবলঙ্গ খালে ময়লা ফেলার কারণে স্তূপের সৃষ্টি হয়েছে। এই ময়লা ফেলা স্থায়ী ভাবে বন্ধ করা এখন সময়ের দাবি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেন ময়লা না ফেলতে পারে সে জন্য সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, সাময়িকভাবে ভোগান্তি দূর করতে মহাসড়কের পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে পৌরসভার ময়লা ফেলার জন্য জমি নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ময়লা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা শুরু হবে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লা ফেলা নিয়ে ‘মহাসড়কের পাশে ময়লার স্তূপ’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ছয় দিন পর বাঁশের বেড়া দিল সওজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ