চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ গতকাল সোমবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এদিকে এলাকায় বন্য হাতির বিষয়ে আতঙ্ক বিরাজ করছে।
বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোলাইমান বলেন, গত রোববার রাত ৩টার দিকে গুয়াপঞ্চক এলাকায় দেয়াঙ পাহাড় থেকে বন্য হাতি এসে আক্রমণ চালায়। এতে মানসিক ভারসাম্যহীন (৫৮) অজ্ঞাত এক ব্যক্তি হাতি পায়ে পৃষ্ট হয়ে নিহত হন। এখন পর্যন্ত তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
মো. সোলাইমান জানান, হাতির আক্রমণে স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ (৪৫) ও মো. সেকান্দরের (৪২) বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ওসমান গনিসহ একাধিক ব্যক্তির বাগান ও জমির ফসলের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ৮ বছর ধরে দেয়াঙ পাহাড়ে অবস্থানরত ৩টি হাতি প্রতিদিন সন্ধ্যার পর লোকালয়ে নেমে এসে স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, বাগান ও জমির ফসল নষ্ট করার পাশাপাশি মানুষের ওপর আক্রমণ করে।
আনোয়ারা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাসান বলেন, গতকাল সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।