হোম > ছাপা সংস্করণ

শরণখোলায় অজগর উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা এক মণ ওজনের ওই অজগরটি উদ্ধার করেন।

পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবনের এ সাপগুলো প্রায়ই লোকালয়ে চলে আসে। তবে সাপগুলি মানুষের খুব ক্ষতি করে না। স্থানীয়দের সহায়তায় সাপগুলো তাঁরা অক্ষত অবস্থায় সুন্দরবনে ফিরিয়ে দিতে চেষ্টা করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে তাঁদের খবর দেয়। তাঁরা অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট এবং ৪০ কেজি ওজন। খাবারের খোঁজে ভোলা নদী পাড় হয়ে অজগরটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান করে। এ নিয়ে এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ