হোম > ছাপা সংস্করণ

আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি

বাগেরহাট প্রতিনিধি

ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক হামলার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা এই দাবি করেন। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা জজ আদালত চত্বরে গতকাল সোমবার দুপুরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশ বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. এ কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য সৈয়দ জাহিদ হোসেন, মিলন কুমার ব্যানার্জী, সেলিম আজাদ, অজিয়ার রহমান পিকলু, সমর দত্ত, মোসলেম উদ্দীন, ফকির নওরেশুজ্জামান লালন, সুমন সিংহ প্রমুখ বক্তব্য দেন।

তাঁরা বলেন, নানাভাবে ধর্মকে ব্যবহার করে হিন্দুদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কুমিল্লার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের অংশ। এর ভেতরের কারণ প্রশাসনকে বের করতে হবে। সেই সঙ্গে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ব্যক্তিদের কঠিন শাস্তি দিতে হবে। তাঁদের বিচার নিশ্চিত করতে আলাদা ট্রাইব্যুনাল ঘটন করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আইনজীবীর শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ