হোম > ছাপা সংস্করণ

সবার নজর নতুন প্রার্থীদের দিকে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সাতটি ইউপিতে এবার ৫০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪৪ জনই নতুন মুখ। এজন্য সবার নজর নতুন প্রার্থীদের দিকেই বেশি। এদিকে শেষ সময়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সব প্রার্থী। ভোটারের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এতে ভোটারদের মধ্যে বিরাজ করছে ভিন্ন আমেজ।

সরেজমিনে দেখা গেছে, বিনাউটি, বাদৈর, গোপিনাথপুর, মেহারী, কসবা পশ্চিম, কায়েমপুর ও বায়েক ইউপিতে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছেন তাঁদের সমর্থকেরা। দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। যেখানে ভোটার দেখছেন সেখানেই জড়িয়ে ধরছেন পরম মমতায়। বিনয়ের সঙ্গে দোয়া ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

এবারে সাত ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৫০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাত ইউপির বর্তমান ছয় চেয়ারম্যানও পুনরায় রয়েছেন প্রার্থিতায়। বর্তমান চেয়ারম্যানদের প্রার্থিতা এবং বিগত পাঁচ বছরে দায়িত্বে থাকা অবস্থায় তাঁদের ভালো-মন্দ কর্মকাণ্ড নিয়েও রয়েছে ভোটারদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা।

বর্তমান চেয়ারম্যানদের নিয়ে বিভিন্ন ইউপিতে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সেবাবঞ্চিত ভোটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আবার অনেক ইউপিতে বর্তমান চেয়ারম্যানদের প্রতি স্থানীয় নেতা-কর্মীদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বিনাউটি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন। বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন ছাড়াও আরও নয়জন নতুন প্রার্থী রয়েছেন এই নির্বাচনে।

নতুন প্রার্থী বেদন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। এবার আমার ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথি হতে নির্বাচনে অংশগ্রহণ করেছি।’

বাদৈর ইউপিতে নতুন প্রার্থী শিপন আহাম্মেদ ভূঁইয়া বলেন, ‘ইউনিয়নবাসীর সেবার ব্রত নিয়ে এখান থেকে প্রার্থী হয়েছি। জনগণের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সব সমস্যা দূর করার শতভাগ চেষ্টা করব।’

বাদৈর ইউপির নতুন ভোটার গৃহবধূ সাদিয়া আক্তার বলেন, ‘বিগত সময়ে দেখেছি সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সেবাবঞ্চিত হয়েছে। সেবা পেতে গিয়ে অনেকে হয়রানির শিকার হয়েছে। এসব বিষয় চিন্তা করে এবার নতুন প্রার্থীকেই ভোট দেব ভাবছি।’

বিনাউটি ইউপির প্রবাসী ভোটার আবুল হাসেম বলেন, ‘বর্তমান যাঁরা দায়িত্বে আছেন তাঁদের কাছ থেকে আমরা সঠিক সেবা পাইনি। সেবা পেতে পরিষদের লোকজনের কাছে হয়রান হতে হয়েছে। এবার চাই নতুন কেউ চেয়ারম্যান হোক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ