দায়িত্বে অবহেলা, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক এসআই (উপপরিদর্শক) এবং দুজন কনস্টেবলকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। হাইওয়ে পুলিশের (বগুড়া রিজিয়ন) পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার ওসি শাহজাহান আলী, এসআই জাহিদ, কনস্টেবল আজম ও রুহলসহ মোট চারজনকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। ওসি শাহজাহান আলী ২০২১ সালের ১০ ফেব্রুয়ারিতে হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগ দেন। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠে।
জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকী আজকের পত্রিকাকে বলেন, ‘স্ট্যান্ড রিলিজ হয়েছে কিনা তা জানি না। তবে এসপি অফিসে বদলি জনিত একটা মেসেজ এসেছে।’