হোম > ছাপা সংস্করণ

কিশোর গ্যাং প্রধান শাকিল গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত শাকিল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও মোবাইলে থাকা বিভিন্ন অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার করা হয়। তিনি কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইয়াছিন আরাফাত শাকিল কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ২টার দিকে কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডন মার্কেটের পশ্চিম পাশের সেতুর ওপর থেকে কিশোর গ্যাং লিডার শাকিলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের নামের ফোল্ডারে থাকা অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করা হয়।

সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনৈতিক সুবিধা নিতে শাকিল মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে তাদের অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করতেন। এ ঘটনায় পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ