হোম > ছাপা সংস্করণ

বিপাশা লিখছেন ওয়েব সিরিজ

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘হৃদয় রাজ্যে’ নামে একটি বই প্রকাশ করেছিলেন বিপাশা হায়াত। তাতে অভিনেত্রী লিখেছেন, ‘ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল রং নিয়ে নাড়াচাড়া করা। রং দেখলেই মাথার ভেতরে কোথায় যেন সবকিছু এলোমোলো হয়ে যেত। তারপর যখন আরেকটু সময় গেল, দেখলাম এর পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি আমি ভীষণভাবে ফ্যাসিনেটেড—অভিনয়।’

পরবর্তী সময়ে অভিনয়, ছবি আঁকা, গান, লেখালেখি—অনেক দিকেই নিজের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন বিপাশা হায়াত। অভিনয় দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। কয়েক বছর ধরে তিনি অভিনয়ে নেই। নিজের সেই ছোটবেলার শখ রং-তুলিতেই দিয়েছেন পুরো মনোযোগ। আড়াই বছর পর এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। সেটিরও উপলক্ষ ছবি।

এতদিন ধরে যুক্তরাষ্ট্রে বসে যে ছবিগুলো এঁকেছেন বিপাশা হায়াত, সেগুলোরই প্রদর্শনী করছেন রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে। প্রদর্শিত হচ্ছে বিপাশার একক চিত্র প্রদর্শনী ‘প্রস্তরকাল’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বিপাশা বলেন, ‘ইতিমধ্যে আমরা একটি কঠিন সময় পার করেছি। সেই সময়টা ছিল করোনাকাল। পৃথিবীতে একযোগে কেমন যেন একটা স্থবিরতা ভর করেছিল। মনে হয়েছিল সময় যেন পাথর হয়ে গেছে। আমি নিজেও সে সময় আট মাস একা ছিলাম যুক্তরাষ্ট্রে। আমার সঙ্গে কেউ ছিল না। ওই পাথর বা স্থবির সময়ের কথা ভেবেই প্রদর্শনীটির নাম দিয়েছি স্টোন টাইম বা প্রস্তরকাল।’
বিপাশা হায়াত যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন আগামীকাল। এবার কোনো নাটকে অভিনয়ের খবর নেই তাঁর।

তবে লেখালেখির খবর আছে। প্রথমবারের মতো ওয়েব সিরিজ লিখছেন বিপাশা। তাঁর গল্প ও চিত্রনাট্যে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘আলো ও আঁধারের গল্প’।

বিপাশা হায়াত যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন আগামীকাল। এবার কোনো নাটকে অভিনয়ের খবর নেই তাঁর। তবে লেখালেখির খবর আছে। প্রথমবারের মতো ওয়েব সিরিজ লিখছেন বিপাশা। তাঁর গল্প ও চিত্রনাট্যে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘আলো ও আঁধারের গল্প’। প্রযোজনা করছে শাহরিয়ার শাকিলের প্রতিষ্ঠান আলফা আই।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। এ প্রতিষ্ঠান থেকেই নির্মিত হবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি। জুনের প্রথম দিকে ‘আলো ও আঁধারের গল্প’ সিরিজের শুটিং শুরু হবে বলে জানা গেছে। শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা এখনো চিত্রনাট্য হাতে পাইনি। শিগগিরই পেয়ে যাব। চিত্রনাট্য পেলে অভিনয়শিল্পী ও নির্মাতা চূড়ান্ত করা হবে। এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা, ফলে কারা ভালো করবেন ওই চরিত্রগুলোয়, সেটি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’

জানা গেছে, শুটিং শেষে ‘আলো ও আঁধারের গল্প’ ওয়েব সিরিজটি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ