গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, গণপূর্ত বিভাগ ও জাইকার যৌথ প্রকল্পে টেকসই স্থাপনা নির্মাণ ও ঝুঁকিপূর্ণ ভবনের স্থায়িত্ব বৃদ্ধিতে কাজ করায় ঢাকায় ভূমিকম্প সহনশীল ভবন বেড়েছে।
গতকাল শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গণপূর্ত অধিদপ্তর ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বাস্তবায়নাধীন প্রমোটিং বিল্ডিং সেফটি ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (বিএসপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত ইনহেন্সমেন্ট অব বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শরীফ আহমেদ বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে জাপানের বিস্তর অভিজ্ঞতা রয়েছে।