প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবারের (হল ফিস্ট) আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)। আবাসিক শিক্ষার্থীরা বিনা মূল্যে এই সুবিধা ভোগ করবেন। তবে এ থেকে বঞ্চিত হচ্ছেন হলগুলোর প্রায় পাঁচ হাজার অনাবাসিক শিক্ষার্থী। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ রয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী মোস্তাক আহমেদ বলেন, ‘খুবিতে আবাসিক-অনাবাসিক প্রত্যেকেই হল ফি দেয়। মহান বিজয় দিবস সর্বজনীন উৎসব। এখানে বৈষম্য কাম্য নয়।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তানজিল সওগাত বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।