বাউফল উপজেলার নওমালা ও সূর্য্যমনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫ জন। গত মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার বিকেল ৫টা। এ সময়ের মধ্যে সূর্য্যমনি ইউপিতে ১ নম্বর ওয়ার্ডের সুমন দেওয়ান, ৪ নম্বর ওয়ার্ডের এইচ এম আশরাফুল ও ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজ আলম এবং নওমালা ইউপিতে ২ নম্বর ওয়ার্ডের সামছুল হক ও ৩ নম্বর ওয়ার্ডের শামীম বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করেন।
দুই ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৬৯ এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।