কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জেলা ট্রাফিক বিভাগ ও উপজেলা থানা-পুলিশের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৩ মামলায় ৩৭টি বেপরোয়া মোটরসাইকেল জব্দ করা হয়।
এ অভিযানে শহরের নিমতলা বাসস্ট্যান্ড ও জনতা মোড়সহ কয়েকটি স্থান থেকে ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, জেলা ট্রাফিক পুলিশের একটি টিম কালীগঞ্জ শহরে অভিযানে নামেন। এ অভিযানে উপজেলা পুলিশ অংশ নেয়। অভিযানে আটক ৩৭টি মোটরসাইকেল থানায় জমা রাখা হয়েছে।