মেঘনা প্রতিনিধি
মেঘনায় কাঠালিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তামান্নাকে (১০) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা ডুবুরি দল তাঁকে উদ্ধার করে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে মেঘনা উপজেলার চর কাঠালিয়া গ্রামের পাশে কাঠালিয়া নদীতে একই পরিবারের ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৩ জন নিহতসহ ১৩ জনকে উদ্ধার করা গেলেও ১ জন নিখোঁজ ছিল। গতকাল নিখোঁজ তামান্নাকে উদ্ধার করা হয়।