কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর, যাদুরচর ও শৌলমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ওই তিন ইউপিতে ১৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রৌমারী সদরে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৬০ জন ও সংরক্ষিত নারী আসনে ২১ জন। যাদুরচর ইউপিতে ৬ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী আসনে ১৫ জন। শৌলমারী ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রার্থিতা বাছাই। ১৩-১৫ ডিসেম্বর আপিল দায়ের। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ ইউনিয়নে ২৭টি ওয়ার্ডের মোট ৮৩ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।