চুলে খুশকির সমস্যা নতুন কিছু নয়। তবে অনেক শিশুর মাথার ত্বকে তুলনামূলক বেশি খুশকি হয়ে থাকে। এর কিছু কারণ আছে। শিশুর চুল ভালোভাবে শ্যাম্পু করা না হলে মাথার ত্বকে জমা মরা কোষ ভালোভাবে অপসারিত হয় না। ফলে সেগুলো জমে জমে পরে পুরু স্তরে পরিণত হয়, যাকে আমরা খুশকি বলি। এ ছাড়া যেসব শিশু পুষ্টিকর খাবারের তুলনায় অনেক বেশি জাঙ্কফুড খায়, তারা মাথার ত্বকের চুলকানি ও খুশকির সমস্যায় বেশি ভোগে। আবার শিশুর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার না করালেও খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। খুশকির সমস্যা সমাধান না করলে শিশুর মাথার ত্বকে চুলকানি, চুলপড়াসহ নানান সমস্যা দেখা দিতে পারে।
শিশুর চুল খুশকিমুক্ত রাখতে
কিছু ভালো অভ্যাস
সূত্র: প্যারেন্টিং