কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ‘মাদক সম্রাট’ শাহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সেরকান্দি রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে ২০০টি ইয়াবা, ১৭৫টি ট্যাপেন্ডা ট্যাবলেট, ১৬ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘একাধিক মামলার আসামি ও মাদক সম্রাট শাহিনকে মাদক, টাকা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়েছে।’