হোম > ছাপা সংস্করণ

বন বিভাগের গাছ লুটের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের গাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। এই সময় বন বিভাগ পুলিশের সহযোগিতায় গাছের গুঁড়ি বোঝায় একটি ট্রাক্টর জব্দ করে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের যতিনের ডাঙ্গা এলাকায় ওই গাছ উদ্ধার হয়।

বন বিভাগ জানায়, রাতে অবৈধভাবে বন বিভাগের গাছ কেটে পাচারের তথ্য পান বটতলি বিট কর্মকর্তা জুলফিকার আলী মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করেন।

এই সময় ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যান। পরে দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গাছ বোঝাই ট্রাক্টরটি বটতলি বিট অফিসে আনা হয়। দুর্বৃত্তরা ছয়টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ কাটেন বলে জানান হুমায়ুন কবির।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিট অফিসে এসে ট্রাক্টরটি জোর করে ছিনিয়ে নিয়ে যায়। তাঁরা বিট অফিসার হুমায়ুন কবিরের মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিট কর্মকর্তা ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। পরে দেবীগঞ্জ থানা-পুলিশের একটি দল ট্রাক্টরটিকে ধাওয়া করলে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ বাজারের পাশে গাছ রেখে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাছ জব্দ করেছি। এ বিষয়ে গতকাল মামলা দায়ের করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ