নেদারল্যান্ডস পড়াশোনা করার জন্য বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচিত। একে জীবনধারণ এবং অধ্যয়ন করার জন্য বিশ্বের তৃতীয় সেরা দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটি উদ্ভাবনী শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও বিভিন্ন শর্টকোর্স অফার করে থাকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এখানে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করতে সময় লাগে ১-২ বছর। ডাচ শিক্ষাব্যবস্থা গবেষণাকেন্দ্রিক। এখানে সবকিছুই আপনি হাতে-কলমে শিখতে পারবেন। জীবনে সফল হতে হলে যেসব দক্ষতা দরকার, নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা অর্জন করতে এসে সবকিছুই শিখতে পারবেন। এ ছাড়া স্কলারশিপের প্রচুর সুযোগ রয়েছে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এমনই এক স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের রাডবউড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
যেসব অনুষদে স্কলারশিপ দেওয়া হবে
সুযোগ-সুবিধা
আংশিক টিউশন ফি মওকুফ করা হবে। যেমন একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১৬ হাজার ইউরোর পরিবর্তে শুধু ২ হাজার ২০৯ ইউরো টিউশন ফি প্রদান করবেন। শিক্ষার্থীদের ১৫ লাখ টাকার টিউশন ফি থেকে ২ লাখের বেশি টাকা হ্রাস করা হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ। আবাসন সুবিধা দেওয়া হবে। স্বাস্থ্য ও ভ্রমণভাতা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
নেদারল্যান্ডসের ভিসা পাওয়ার জন্য শর্তগুলো মেনে চলতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২২