হোম > ছাপা সংস্করণ

ইজিবাইক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ইজিবাইক আমদানি ও বেচাকেনায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এ ছাড়া এসব অবৈধ তিন চাকার যান আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। শিল্পসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনসচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিট করেন বাঘ ইকো মটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। আদালত শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতেও নির্দেশ দিয়েছেন।

নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয় না। এগুলোর চলাচলের ব্যাপারেও কোনো অনুমোদন দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০১৫ সালের ১ আগস্ট থেকে দেশের ২২টি জাতীয় মহাসড়কে এসব যানবাহনসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ওই বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব নিষিদ্ধ যানবাহন আমদানি বন্ধের প্রস্তাব উঠেছিল। পরে ২০১৭ সালের ২৫ জানুয়ারি এসব বাহন বন্ধে আদেশ দেন হাইকোর্ট।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ