সারা দেশে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ইজিবাইক আমদানি ও বেচাকেনায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এ ছাড়া এসব অবৈধ তিন চাকার যান আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। শিল্পসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনসচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিট করেন বাঘ ইকো মটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। আদালত শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতেও নির্দেশ দিয়েছেন।
নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয় না। এগুলোর চলাচলের ব্যাপারেও কোনো অনুমোদন দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০১৫ সালের ১ আগস্ট থেকে দেশের ২২টি জাতীয় মহাসড়কে এসব যানবাহনসহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ওই বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এসব নিষিদ্ধ যানবাহন আমদানি বন্ধের প্রস্তাব উঠেছিল। পরে ২০১৭ সালের ২৫ জানুয়ারি এসব বাহন বন্ধে আদেশ দেন হাইকোর্ট।