সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ঈদে নয়, ‘দরদ’ মুক্তি পাবে বছরের অন্য কোনো সময়। সেই কথামতো আগামী সেপ্টেম্বরে দরদ মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
গত বছরের নভেম্বরে শুটিংয়ের সময় জানানো হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। অবশেষে গতকাল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ থেকে দরদ মুক্তির ঘোষণা দেওয়া হয়। সেপ্টেম্বরে মুক্তির কথা জানালেও তারিখ উল্লেখ করা হয়নি। ১৫ জুলাই থেকে শুরু হবে দরদের আনুষ্ঠানিক প্রচার।
গত ঈদুল আজহার দিন প্রকাশ করা হয় সিনেমার টিজার। দেড় মিনিটের ভিডিওতে বহুরূপে ধরা দিয়েছেন শাকিব খান। কখনো একেবারে সাধারণ মানুষ, আবার কখনো ভয়ংকর এক রহস্যপুরুষ। টিজার শুরু হয়েছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে শাকিব খানের রোমান্স দিয়ে। এরপর বদলে যায় দৃশ্যপট। ভয়ংকর হয়ে ধরা দেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে। টিজার শেষ হয়েছে শাকিবের কণ্ঠে, ‘আমি তাহলে জিতেই গেলাম’ সংলাপ দিয়ে। এর আগে ফার্স্টলুক পোস্টারেও ভয়ংকররূপে পাওয়া গেছে শাকিব খানকে। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি আর চোখে যেন আগ্নেয়গিরির উত্তাপ। পোস্টার ও রহস্যভরা টিজারের পর দরদ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম—মোট পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি ভাষায় সিনেমার নাম দেওয়া হয়েছে ‘দার্দ’।
দরদ সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীরা। আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ। পরিচালনার পাশাপাশি দরদের চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন।