সমুদ্রের নোনা হাওয়ায় বিলাসবহুল ক্রুজে শরীরটাকে মেলে দিয়ে ভেসে পড়ার সুযোগ এবার হাতের নাগালেই। আর এই অভূতপূর্ব সুযোগ করে দিয়েছে চট্টগ্রামের বিখ্যাত ‘কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড’। দেশের পর্যটকদের আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে জাপান থেকে বিলাসবহুল এই বিদেশি ক্রুজ শিপ ‘বে ওয়ান’ কেনা হয়েছে। এটি এখন চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চলাচল করছে। এ রুটে চলাচলকারী পর্যটকবাহী বিলাসবহুল কোনো ক্রুজ শিপ দেশে এটিই প্রথম।
জাহাজটি সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাত ১১টায় ছেড়ে পরের দিন সকাল ৭টায় সেন্টমার্টিন পৌঁছায় এবং শুক্রবার সেন্টমার্টিন অবস্থান করে শনিবার বেলা ১১টায় পতেঙ্গার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৭টায় এসে পৌঁছায়। এরপর সপ্তাহের সোম ও বুধবার জাহাজটি পতেঙ্গা ও সেন্টমার্টিনের মধ্যে যাতায়াত করে। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার সেন্টমার্টিন অবস্থান করে।-বিজ্ঞপ্তি