গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত জরিপকারী (সার্ভেয়ার) আশরাফুল হককে (৩৭) ১.২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। গত বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে তাঁকে আটক করা হয়।
আশরাফুল গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে প্রায় তিন বছর ধরে কর্মরত আছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী কালোয়া গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে মোটরসাইকেল যোগে পালানোর সময় আশরাফুল হককে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ১২ পুরিয়া অর্থাৎ ১.২ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হেরোইনসহ আশরাফুলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, এটা অফিস সংশ্লিষ্ট কোনো বিষয় না। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। তবুও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন।