হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতার অভিযোগ

বরিশাল প্রতিনিধি

বরিশাল ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার নগরীর বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় এ অভিযোগ উঠে।

সভায় সদর উপজেলা এবং হিজলা উপজেলা আওয়ামী লীগ এমন অভিযোগ তুললে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ নেতারা বিতর্কিত মন্তব্যের সুযোগ না দিয়ে নেতাদের বসিয়ে দেন। এ ছাড়া সভায় দলের মেয়াদ উত্তীর্ণ সহযোগী সংগঠনকে চেইন অব কমান্ডের মধ্যে আনার সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন স্থানীয় সাংসদকে ইঙ্গিত করে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সদরের ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে সভায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ নেতারা আ.লীগ নেতা মোফাজ্জেলকে থামিয়ে দিয়ে বলেন, যার বিষয়ে বলছেন তিনি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, আমাদেরই লোক। তাঁর বিরুদ্ধে এভাবে ব্যক্তি সমালোচনা না করি।

বর্ধিত সভায় বরিশালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে কথা ওঠে। এসব কমিটি নতুনভাবে করে সহযোগী সংগঠনে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘বিতর্কিত কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি বিশেষ বর্ধিত সভায়। তবে সভার মূল ইস্যু ছিল ৬টি বড় কর্মসূচি সফলভাবে পালন করা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ