হোম > ছাপা সংস্করণ

চাঁদা দাবির অভিযোগে কৃষি বিপণনকর্মী আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দোকানিদের কাছে চাঁদা দাবির অভিযোগে কৃষি বিপণন অধিদপ্তরের এক কর্মীকে আটক করা হয়েছে। বি এম হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি জেলা কৃষি বিপণন অধিদপ্তরের ‘ফ্লেয়ার’ পদে কর্মরত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট বাজারে স্থানীয় দোকানদারদের হাতে আটক হয়েছেন।

পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দোকানিদের দাবি, তিনি বিভিন্ন সময় আইন-কানুন ও জরিমানার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।

ফকিরহাট বাজারে অরণ্য স্টোরের মালিক গৌরঙ্গ দেবনাথ, ফাহিম স্টোরের মালিক আলী আহম্মদসহ কয়েকজন দোকানি বলেন, গত মাসেও তাঁরা প্রত্যেকে ৫০০ টাকা করে দিয়েছেন। সে এখন আবার এসে চিনির দাম ৮০ টাকা শুনে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। না দিলে মোটা অঙ্কের জরিমানার ভয় দেখান।

অভিযুক্ত বি এম হাবিবুর রহমান বলেন, দোকানদারদের লাইসেন্স করে দেওয়ার জন্য তিনি সহযোগিতা করেন। তাঁর আসা-যাওয়া ও লাইসেন্স খরচ বাবদ তাঁদের কাছ থেকে টাকা নেন।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, তিনি হাবিবুর রহমানকে থানায় হস্তান্তর করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনম বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট কৃষি বিপণন কর্মকর্তা জি এম মহিউদ্দিন বলেন, গত সপ্তাহে ফকিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাবিবুর রহমান সঙ্গে ছিলেন। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ